Tumgik
#আরবী শিক্ষা
atique-rejvee · 1 month
Text
বই : ইসলাম প্রসঙ্গে পত্রবলী Letters on ISLAM
একটি ছোট কিন্তু গুরুত্বপুর্ন কিতাব। গ্রন্থকার মুহাম্মদ ফাজেল জামালী কর্তৃক কারারুদ্ধ থাকা অবস্থায় তাঁর পুত্রের নিকট লিখিত পত্রাবলি। যা ইংরেজিতে Letters On ISLAM নামে বাংলায় অনুবাদ করেন অধ্যাপিকা সালীমা সুলতানা এবং প্রকাশ হয় ইসলামি ফাউন্ডেশন, বাংলাদেশ থেকে। বর্তমান ফিতনার জামানায় অনেক উপকারী হিসেবে কাজে দিবে। অধ্যয়ন করলেই বুঝতে পারবেন। ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে ক্লিক করুন
View On WordPress
0 notes
designerripon · 1 year
Video
Arbi Bornomala | আরবি বর্ণমালা | Arabic Alphabet Boat | Train | আলিফ বা ...
2 notes · View notes
nomanul-ahasan · 5 months
Text
Tumblr media
❀๑▬▬▬๑﷽ ๑▬▬▬๑❀
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময় ও দয়াময়।
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لِيَسۡتَـٔۡذِنۡكُمُ الَّذِيۡنَ مَلَكَتۡ اَيۡمَانُكُمۡ وَالَّذِيۡنَ لَمۡ يَبۡلُغُوۡا الۡحُلُمَ مِنۡكُمۡ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِّنۡ قَبۡلِ صَلٰوةِ الۡفَجۡرِ وَحِيۡنَ تَضَعُوۡنَ ثِيَابَكُمۡ مِّنَ الظَّهِيۡرَةِ وَمِنۡۢ بَعۡدِ صَلٰوةِ الۡعِشَآءِ‌ؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّكُمۡ‌ؕ لَيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحٌۢ بَعۡدَهُنَّ‌ؕ طَوّٰفُوۡنَ عَلَيۡكُمۡ بَعۡضُكُمۡ عَلٰى بَعۡضٍ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الۡاٰيٰتِ‌ؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ‏
৫৮.) হে ঈমানদারগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসী এবং তোমাদের এমন সব সন্তান যারা এখনো বুদ্ধির সীমানায় পৌঁছেনি, তাদের অবশ্যি তিনটি সময়ে অনুমতি নিয়ে তোমাদের কাছে আসা উচিতঃ ফজরের নামাযের আগে, দুপুরে যখন তোমরা পোশাক ছেড়ে রেখে দাও এবং এশার নামাযের পর। এ তিনটি তোমাদের গোপনীয়তার সময়। এরপরে তারা বিনা অনুমতিতে এলে তোমাদের কোন গুনাহ নেই এবং তাদেরও না। তোমাদের পরস্পরের কাছে বারবার আসতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য নিজের বাণী সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং তিনি সবকিছু জানেন ও বিজ্ঞ।
(সূরা আন-নূরঃ ৫৮)
ব্যাখ্যাঃ
এখান থেকে আবার সামাজিক বিধানের ধারাবাহিক বর্ণনা শুরু হচ্ছে। সূরা নূরের এ অংশটি ওপরের ভাষণের কিছুকাল পরে নাযিল হওয়া মোটেই বিচিত্র নয়।
অধিকাংশ মুফাস্সির ও ফকীহের মতে “মালিকানাধীন” বলতে দাস-দাসী উভয়কে বুঝানো হয়েছে। কারণ এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু ইবনে উমর ও মুজাহিদ এ আয়াতে মামলুক তথা মালিকানাধীন শব্দটি কেবলমাত্র দাস অর্থে নিয়েছেন। তাঁরা দাসীকে এর বাইরে রেখেছেন। অথচ সামনের দিকে যে হুকুম বর্ণনা করা হয়েছে সেদিকে দৃষ্টি দিলে এ বিশেষ অর্থের কোন কারণ দেখা যায় না। একান্তে অবস্থান করার সময় যেমন নিজের ছেলেমেয়েদের অকস্মাৎ এসে যাওয়া সঙ্গত নয় তেমনি দাসী-চাকরানীর এসে যাওয়াও অসঙ্গত।
এ আয়াতের আদেশ প্রাপ্ত বয়স্ক-অপ্রাপ্ত বয়স্ক উভয় ধরনের দাস-দাসীর জন্য সমানভাবে প্রযোজ্য, এ ব্যাপারে সবাই একমত।
দ্বিতীয় অনুবাদ হতে পারে, “প্রাপ্ত বয়স্কদের মতো স্বপ্ন দেখার বয়সে পৌঁছেনি।” এ থেকেই ফকীহগণ স্বপ্নদোষকে ছেলেদের বয়ঃপ্রাপ্ত হবার সূচনা বলে মেনে নিয়েছেন। এ ব্যাপারে সবাই একমত। কিন্তু আমি নিজে মূল অনুবাদে যে অর্থ করেছি তা অগ্রগণ্য হবার কারণ হচ্ছে এই যে, এ হুকুমটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য। অন্যদিকে স্বপ্নদোষকে বয়ঃপ্রাপ্ত হবার আলামত হিসেবে গণ্য করার পর হুকুমটি শুধুমাত্র ছেলেদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। কারণ মেয়েদের প্রাপ্ত বয়স্ক হবার সূচনা হচ্ছে মাসিক ঋতুস্রাব, স্বপ্নদোষ নয়। কাজেই আমার মতে হুকুমের উদ্দেশ্য হচ্ছে, যতদিন ঘরের ছেলে মেয়েরা যৌন চেতনা ��াগ্রত হবার বয়সে পৌঁছে না ততদিন তারা এ নিয়ম মেনে চলবে। এরপর যখনই তারা এ নির্দিষ্ট বয়সে পৌঁছে যাবে তখনই তাদের যে হুকুম মেনে চলতে হবে তা সামনে আসছে।
মূলে (আওরাত) শব্দ ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, “এ তিনটি সময় তোমাদের জন্য আওরাত।” আওরাত বলতে আমাদের ভাষায় মেয়েলোক বা নারী জাতি বুঝায়। কিন্তু আরবী ভাষায় এর মানে হয় বাধা ও বিপদের জায়গা এবং যে জিনিসের খুলে যাওয়া মানুষের জন্য লজ্জার ব্যাপার এবং যার প্রকাশ হয়ে পড়া তার জন্য বিরক্তিকর হয় এমন জিনিসের জন্যও এ শব্দটি ব্যবহার করা হয়। তাছাড়া কোন জিনিসের অসংরক্ষিত হওয়া অর্থেও এর ব্যবহার হয়। এ অর্থগুলো সবই পরস্পর নিকট সম্পর্কযুক্ত এবং আয়াতের অর্থের সাথে কোন না কোন পর্যায়ে সংযুক্ত। এর অর্থ হচ্ছে এ সময়গুলোতে তোমরা একাকী বা নিজেদের স্ত্রীদের সাথে এমন অবস্থায় থাকো যে অবস্থায় গৃহের ছেলেমেয়ে বা চাকর বাকরদের হঠাৎ তোমাদের কাছে চলে যাওয়া সংগত নয়। কাজেই এ তিন সময়ে তারা যখন তোমাদের নির্জন স্থানে আসতে চায় তখন তাদের পূর্বাহ্ণে অনুমতি নেবার নির্দেশ দাও।
অর্থাৎ এ তিন সময় ছাড়া অন্য সময় নাবালক ছেলেমেয়েরা এবং গৃহস্বামীর ও গৃহকর্ত্রীর মালিকানাধীন গোলাম ও বাঁদীরা সবসময় নারীর ও পুরুষদের কাছে তাদের কামরায় বা নির্জন স্থানে বিনা অনুমতিতে যেতে পারে। এ সময় যদি তোমরা কোন অসতর্ক অবস্থায় থাকো এবং তারা অনুমতি ছাড়াই এসে যায় তাহলে তাদের হুমকি-ধামকি দেবার অধিকার তোমাদের নেই। কারণ কাজের সময় নিজেদেরকে এ ধরনের অসতর্ক অবস্থায় রাখা তোমাদের নিজেদেরই বোকামী ছাড়া তো আর কিছুই নয়। তবে যদি তোমাদের শিক্ষা-দীক্ষা সত্ত্বেও নির্জনবাসের এ তিন সময় তারা অনুমতি ছাড়াই আসে তাহলে তারা দোষী হবে। অন্যথায় তোমরা নিজেরাই যদি তোমাদের সন্তান ও গোলামী-বাঁদীদের এ আদব-কায়দা ও আচার-আচরণ শিক্ষা না দিয়ে থাকো, তাহলে তোমরা নিজেরাই গোনাহগার হবে।
উপরোক্ত তিনটি সময় ছাড়া অন্য সবসময় ছোট ছেলেমেয়ে ও গোলাম-বাঁদীদের বিনা হুকুমে আসার সাধারণ অনুমতি দেবার এটিই হচ্ছে কারণ। এ থেকে উসূলে ফিকাহর এ বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে যে, শরীয়াতের বিধানসমূহ কোন না কোন প্রয়োজন ও উপযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং প্রত্যেক হুকুমের পেছনে নিশ্চিতভাবেই কোন না কোন কার্যকারণ আছেই, তা বিবৃত হোক বা না হোক।
#SuraAnNur58
#quranmajeed #DailyQuran
#Quran24ঃ58
মোঃ নোমানুল আহসান আফিয়া মোর্শেদা #DailyQuran Instagram Facebook @followers
0 notes
myreligionislam · 1 year
Photo
Tumblr media
আল্লাহর পরিচয় রয়েছে সূরা ইখলাসে
The identity of Allah is in Surah Ikhlas
সূরা ইখলাস হল তাওহিদের একটি সংক্ষিপ্ত ঘোষণা, আল্লাহর নিরঙ্কুশ একত্ব আল-ইখলাস মানে "বিশুদ্ধতা" বা "পরিশোধন করা"। সূরা আল ইখলাস (বিশুদ্ধতা নামেও পরিচিত। আন্তরিকতা বা তাওহীদের সূরা। এটা ইসলামের সারাংশ যোগ করে। সূরা ইখলাসের প্রধান শিক্ষা তাওহিদের ঘোষণা এবং ব্যক্তিগতভাবে আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করে। ইখলাস মানে ঈমানের পবিত্রতা। এখানে আল্লাহর প্রকৃতি উল্লেখ করে ঈমানের বিশুদ্ধতা বর্ণনা করা হয়েছে। আল্লাহর প্রকৃতি মানুষের মতো নয় যাদের পিতা-মাতা বা সন্তান রয়েছে। একমাত্র আল্লাহর পরিচয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই আলোকিত চারটি বাক্য। অন্য কোনও উপাস্যের ক্ষেত্রে এই চারটি বাক্য প্রযোজ্য হতে পারে না।  আল্লাহ (আরবী) শব্দের অর্থ হলো যিনি সৃষ্ট হননি। এবং যার সন্তান সন্ততি নেই। কেননা, যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যেরা তার উত্তরাধিকারী হবে। আর আল্লাহ তা'আলা মৃত্যুবরণও করবেন না এবং তাঁর কোন উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এবং তাঁর সমতুল্য কেউই নেই।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=281s
https://www.youtube.com/watch?v=1THbFCU1tJk&t=35s
https://www.youtube.com/watch?v=lbQInfjZTSY
https://www.youtube.com/watch?v=9Liy7nARmoU&t=15s
আল্লাহ এক এবংএকমাত্র সত্য উপাস্য
আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান এবং একমাত্র উপাস্য। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। আল্লাহকে জানুন তাঁর সুন্দরতম নাম ও পরিপূর্ণ গুণাবলী দ্বারা। কোরআন আল্লাহর বাণী। পবিত্র কুরআন মানবজাতির জন্য চূড়ান্ত প্রত্যাদেশ ও নির্দেশনা। আল্লাহকে জানা সেই স্তম্ভ যেখানে ইসলাম সম্পূর্ণভাবে আবদ্ধ।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=66s
0 notes
allahisourrabb · 1 year
Photo
Tumblr media
আল্লাহর পরিচয় রয়েছে সূরা ইখলাসে
সূরা ইখলাস হল তাওহিদের একটি সংক্ষিপ্ত ঘোষণা, আল্লাহর নিরঙ্কুশ একত্ব আল-ইখলাস মানে "বিশুদ্ধতা" বা "পরিশোধন করা"। সূরা আল ইখলাস (বিশুদ্ধতা নামেও পরিচিত। আন্তরিকতা বা তাওহীদের সূরা। এটা ইসলামের সারাংশ যোগ করে। সূরা ইখলাসের প্রধান শিক্ষা তাওহিদের ঘোষণা এবং ব্যক্তিগতভাবে আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করে। ইখলাস মানে ঈমানের পবিত্রতা। এখানে আল্লাহর প্রকৃতি উল্লেখ করে ঈমানের বিশুদ্ধতা বর্ণনা করা হয়েছে। আল্লাহর প্রকৃতি মানুষের মতো নয় যাদের পিতা-মাতা বা সন্তান রয়েছে। একমাত্র আল্লাহর পরিচয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই আলোকিত চারটি বাক্য। অন্য কোনও উপাস্যের ক্ষেত্রে এই চারটি বাক্য প্রযোজ্য হতে পারে না।  আল্লাহ (আরবী) শব্দের অর্থ হলো যিনি সৃষ্ট হননি। এবং যার সন্তান সন্ততি নেই। কেননা, যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যেরা তার উত্তরাধিকারী হবে। আর আল্লাহ তা'আলা মৃত্যুবরণও করবেন না এবং তাঁর কোন উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এবং তাঁর সমতুল্য কেউই নেই।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=281s
https://www.youtube.com/watch?v=1THbFCU1tJk&t=35s
https://www.youtube.com/watch?v=lbQInfjZTSY
https://www.youtube.com/watch?v=9Liy7nARmoU&t=15s
আল্লাহ এক এবংএকমাত্র সত্য উপাস্য
আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান এবং একমাত্র উপাস্য। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। আল্লাহকে জানুন তাঁর সুন্দরতম নাম ও পরিপূর্ণ গুণাবলী দ্বারা। কোরআন আল্লাহর বাণী। পবিত্র কুরআন মানবজাতির জন্য চূড়ান্ত প্রত্যাদেশ ও নির্দেশনা। আল্লাহকে জানা সেই স্তম্ভ যেখানে ইসলাম সম্পূর্ণভাবে আবদ্ধ।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=66s
0 notes
mylordisallah · 1 year
Photo
Tumblr media
আল্লাহর পরিচয় রয়েছে সূরা ইখলাসে
সূরা ইখলাস হল তাওহিদের একটি সংক্ষিপ্ত ঘোষণা, আল্লাহর নিরঙ্কুশ একত্ব আল-ইখলাস মানে "বিশুদ্ধতা" বা "পরিশোধন করা"। সূরা আল ইখলাস (বিশুদ্ধতা নামেও পরিচিত। আন্তরিকতা বা তাওহীদের সূরা। এটা ইসলামের সারাংশ যোগ করে। সূরা ইখলাসের প্রধান শিক্ষা তাওহিদের ঘোষণা এবং ব্যক্তিগতভাবে আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করে। ইখলাস মানে ঈমানের পবিত্রতা। এখানে আল্লাহর প্রকৃতি উল্লেখ করে ঈমানের বিশুদ্ধতা বর্ণনা করা হয়েছে। আল্লাহর প্রকৃতি মানুষের মতো নয় যাদের পিতা-মাতা বা সন্তান রয়েছে। একমাত্র আল্লাহর পরিচয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই আলোকিত চারটি বাক্য। অন্য কোনও উপাস্যের ক্ষেত্রে এই চারটি বাক্য প্রযোজ্য হতে পারে না।  আল্লাহ (আরবী) শব্দের অর্থ হলো যিনি সৃষ্ট হননি। এবং যার সন্তান সন্ততি নেই। কেননা, যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যেরা তার উত্তরাধিকারী হবে। আর আল্লাহ তা'আলা মৃত্যুবরণও করবেন না এবং তাঁর কোন উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এবং তাঁর সমতুল্য কেউই নেই।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=281s
https://www.youtube.com/watch?v=1THbFCU1tJk&t=35s
https://www.youtube.com/watch?v=lbQInfjZTSY
https://www.youtube.com/watch?v=9Liy7nARmoU&t=15s
আল্লাহ এক এবংএকমাত্র সত্য উপাস্য
আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান এবং একমাত্র উপাস্য। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। আল্লাহকে জানুন তাঁর সুন্দরতম নাম ও পরিপূর্ণ গুণাবলী দ্বারা। কোরআন আল্লাহর বাণী। পবিত্র কুরআন মানবজাতির জন্য চূড়ান্ত প্রত্যাদেশ ও নির্দেশনা। আল্লাহকে জানা সেই স্তম্ভ যেখানে ইসলাম সম্পূর্ণভাবে আবদ্ধ।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk&t=66s
0 notes
the-monsur-blog · 1 year
Text
“মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পবিত্র যাকাত- ফিতরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম স্থান কেন?
১,খালিছ “আল্লাহওয়ালা” হওয়ার উদ্দেশ্যে একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে যা শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরয।
২,ফরয পরিমাণ ইলম অর্জন ও আন্তর্জাতিক সিলেবাসের মাধ্যমে ৫টি ভাষা (আরবী, বাংলা, উর্দূ, ফারসী, ইংরেজী) শিক্ষাদানের ব্যবস্থা আছে।
৩,উন্নতমানের সুষম খাদ্যের (balanced diet) ব্যবস্থা আছে।
৪,এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, ���ংমার্চ, ইসলাম হেফাযতের নামে পবিত্র কুরআন শরীফ পোড়ানো, জান-মালের ক্ষতিসাধন, কুশপুত্তলিকা দাহ, অবাঞ্ছিত সংগঠন বা দলাদলি ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজ থেকে পরিপূর্ণ মুক্ত।
৫, প্রত্যেক শিক্ষকের জন্যে ছাত্রদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করা শর্ত।
৬, শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত, মারামারি নিষিদ্ধ- একারণেই তাদের চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান, মেধা ও মগজের মধ্যেই প্রচলিত অনৈসলামিক দুষ্ট ব্যাধি ও সন্ত্রাসবাদ নেই।
অতএব এরুপ একটি হক্ব,সুন্নতী,মুত্বাক্বী প্রতিষ্ঠানে আপনার পবিত্র যাকাত পৌঁছাই দিন। এবং যাকাতের পরিপুর্ণ নিয়ামত লাভের সুজোগ নিন।
01718740742 নগদ/বিকাশ পারসোনাল
0 notes
digitallearningpen · 2 years
Text
লার্নিং পেনের দাম কত? | 01841199535 | What is the price of a learning pen? | Digital learning pen price in Bangladesh | Digitalbooks
লার্নিং পেনের দাম কত? | 01841199535 | What is the price of a learning pen? | Digital learning pen price in Bangladesh | Digitalbooks   ডিজিটাল লার্নিং পেন 20 টি ডিজিটাল বই বিস্তারিত -01841199535. 😲অবাক হলেও সত্যি কারো কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে সঠিক ভাবে পড়াশোনা করবে আপনার সন্তান । 📗শিশুকে পড়াশোনার জন্য ডিজিটাল কলম ও বই কিনে দিন। আপনার সন্তান আনন্দের মাধ্যমে পড়াশোনা করবে কারো সহযোগিতা ছাড়া। ✈️ডিজিটাল লার্নিং পেন আমরা সারা বাংলাদেশে ও বিদেশে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকি- https://www.youtube.com/watch?v=2qmvFqD9Atc আমাদের অফিস : হাজী ক্যাম্প,এয়ারপোর্ট- ঢাকা. ➡আপনার শিশু কি পড়াশোনায় অমনোযোগী?? ➡আপনি কি আপনার শিশুকে পড়াশোনায় সময় দিতে পারছেন না? ➡আপনি কি চান আপনার শিশু স্বেচ্ছায় পড়াশোনা করুক? ➡আপনি কি চান আপনার শিশু আনন্দের সাথে পড়াশোনা করুক? তাহলে আজই অর্ডার করুন এই ডিজিটাল “কিডস মাস্টার লার্নিং পেন” এবং বই সমূহ যা আপনার শিশুকে পড়াবে ডিজিটাল শিক্ষকের মত। যার ফলে আপনার গৃহ শিক্ষকের প্রয়োজন হবে না। বইগুলোকে আমরা এক একটি প্যাকেজ আকারে সাজিয়েছি। যার ফলে প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা একটি প্যাকেজেই সম্ভব। এই বইগুলো প্লে,নার্সারি ও কেজি স্কুলের শিশুদের জন্য( 2- 10 years)  । . ✡️ একটি প্যাকেজে আপনি যা যা পাচ্ছেন ✓ ১টি রিচার্জেবল কলম ✓ ১ বছরের ওয়ারেন্টি, ✓ 20 টি বই (1টি বাংলা, 16টি ইংলিশ, 1টি অংক, 2টি আরবী, ✓ প্রত্যেকটি বই ওয়াটার প্রুফ। ✓ আরো থাকছে ১টি চার্জার ও একটি বক্স। ➡ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারী দেওয়া হয়। ♦️♦️ শুভেচ্ছা মূল্য মাত্র:4000/- (১ বছরের ওয়ারেন্টি!) ♦️♦️     আজকের অফার মূল্য মাত্র -3500 টাকা ➡ আপনার প্রিয় সন্তানের জন্য প্যাকেজ গুলো সংগ্রহে করতে কল করুন:- ☎ 018411 99535[CALL,IMO,WHATSAPP] ☎ 01690 284869[CALL,IMO,WHATSAPP] ✉ অথবা আমাদেরকে মোবাইলে না পেলে যে পন্য গ্রহন করবে তার নাম,মোবাইল নাম্বার,ঠিকানা ফেসবুক পেজে অথবা মোবাইলে  মেসেজ করুন। m.me/kidslearningpenbd m.me/Digitallearningpenbangladesh ➡পণ্য পৌঁছানোর মাধ্যম: #ঢাকার_ভিতরেঃ- ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি চার্জ- 100টাকা একসাথে ২ টি প্যাকেজ নিলে হোম ডেলিভারী ফ্রি। ইমার্জেন্সি হোম ডেলিভারী ২০০ টাকা মাত্র ২ ঘন্টায় হোম ডেলিভারী। #ঢাকার_বাহিরেঃ- ঢাকার বাহিরে ৬৪ জেলা বা উপজেলায় হোম ডেলিভেরি সময় ১-৩ দিন। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে হবে।ঢাকার বাহিরে হলে ডেলিভারী চার্জ ১৫০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। Biksah-0184-1199535, Nagad-0184-1199535, Cellfin-01841199535 Rocket-0184-11995358 Islami Bank limited:Ac-20507770265521716 👉টাকা পাঠানোর পর কল করুন বা trxid নম্বরটি sms করুন। বি- দ্রঃ কলমটির ওয়ারেন্টি কার্ডটি অবশৈই যত্ন করে রাখুন। ১ বছরের মধ্যে কলম নষ্ট হলে আমরা ফ্রি সার্ভেসিং করে দিবো। ১বছর পর বা ২ বছর বা ৫ বছর পর নষ্ট হলে আমরা সার্ভেসিং করে দিবো সেক্ষেত্রে সার্ভেসিং চার্জ দিতে হবে।  
0 notes
khutbahs · 5 years
Link
৪র্থ ক্লাসঃ কুরআনিক আরবী ভাষা শিক্ষা কোর্স - প্রফেসর মোখতার আহমাদ @ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
0 notes
atique-rejvee · 5 months
Text
সন্তানকে কেন সুন্নি মাদ্রাসায় পড়াবেন
আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে?وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهِ يُعْطِي»মিশকাতুল মাসাবিহ পৃষ্ঠা নং৩২ হাদিস নং২০০-[৩] মু‘আবিয়াহ্ (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা‘আলা যার কল্যাণ কামনা…
View On WordPress
0 notes
designerripon · 1 year
Video
আলিফ বা তা ছা | Arbi Bornomala | Arabic Alphabet Car | আরবি বর্ণমালা | A...
0 notes
adarshanari · 2 years
Photo
Tumblr media
কর্মব্যস্ত জেনারেল শিক্ষিতদের জন্যে বাসায় বসেই রাতের বেলা ২ ঘণ্টা করে ইলমে দ্বীন শেখার সুযোগ!
জনপ্রিয় ইসলামী ম্যাগাজিন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত মারকাযুদ দুরুস নৈশ মাদরাসার উদ্যোগে সর্বস্তরের ব্যবসায়ী, চাকুরীজীবি বা অন্যান্য কর্মব্যস্তদের জন্য অনলাইনে রাতের বেলায় জরুরিয়্যাতে দ্বীন শিক্ষার ব্যবস্থা।
এ কোর্সের মাধ্যমে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তিলাওয়াত ও তাজবীদ শিক্ষাসহ কুরআন মাজীদ ও হাদীসের অর্থ বুঝতে আরবী সাহিত্য, আরবী ব্যাকরণ ইলম সরফ, ইলমে নাহব প্রভৃতি এবং শরয়ী মাসায়িল ও আহকামের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের লক্ষ্যে ইলমে ফিকহ শিক্ষা দেয়া হবে। সেসাথে আরবিতে কথা বলা ও লেখার যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ।
ক্লাস শুরু---- ২ জুলাই ২০২২
কোর্স নিয়মাবলী: ১. ব্যবসায়ী, চাকুরীজীবি ও কর্মব্যস্তদের জন্য ১ বছর মেয়াদী কোর্স। ২. সপ্তাহে ৪ দিন ক্লাস। বৃহস্পতি, শুক্রবার ও সোমবার বন্ধ। ৩. প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস। প্রতি ক্লাস আধা ঘণ্টা করে। ৪. ক্লাস অনুষ্ঠিত হবে Zoom Pro অ্যাপসের মাধ্যমে। ৫. সারা বছরের সকল ক্লাসের ইউটিউব ভিডিও লিস্ট থাকবে। ৬. বছর শেষে আকর্ষণীয় সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবর্ষের সমাপ্তি।
কোর্স কারিকুলাম: ১. কুরআন মাজীদ সহীহভাবে তিলাওয়াত ও তাজবীদ। ২. কুরআন মাজীদ ও হাদীসের অর্থ বোঝার জন্য আরবী ব্যাকরণ, ইলমে সরফ, ইলমে নাহু ইত্যাদি। ৩. শরয়ী মাসায়িল ও আহকামের বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ইলমে ফিক্হ। ৪. সহীহ আকিদা জানার লক্ষ্যে ঈমান আকিদা সেশন। ৫. নবীজীর জীবনী তথা সীরাত পাঠ। ৬. উর্দু ভাষা শিক্ষা। ৭. আরবী সাহিত্য। ৮. আরবী ভাষায় কথা বলা ও লেখা। ৯. আরবী হাতের লেখা অনুশীলন। ১০. সাপ্তাহিক ধর্মীয় মাসআলা মাসাইল প্রশ্নোত্তর লাইভ সেশন।
💥 ইলমে দ্বীন কোর্সে ভর্তি ফরম পূরণ করুন https://forms.gle/VdRC5ixXKpdsbQtb9
ভর্তি ফি ১০০০/- মাসিক ফি ১০০০/- আর্থিক সমস্যা থাকলে ছাড় রয়েছে।
কোর্সের বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন https://cutt.ly/2Gogbql
শিক্ষাসচিব - facebook.com/said.al.hasan Whatsapp ওয়াটস্‌অ্যাপ করুন- 01301-401 036
0 notes
allahisourrabb · 1 year
Photo
Tumblr media
আল্লাহ একমাত্র সত্য উপাস্য।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ অদ্বিতীয়, সর্বশক্তিমান, একমাত্র উপাস্য। আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আল্লাহ ছাড়া কোনো 'সত্য ইলাহ'/ 'সত্য উপাস্য' নেই। আল্লাহ তাঁর কর্মে-পরিচালনায়, প্রভুত্ব-কর্তৃত্বে, উপাস্যের যোগ্যতা-অধিকারে এক, অদ্বিতীয় অংশীদারমুক্ত। আল্লাহ তায়ালা আসমানে আরশের ঊরধে (সকল সৃষ্টির ঊরধে) সমুন্নত আছেন। আল্লাহকে জানতে হবে তাঁর সুন্দর নাম 'আসমাউল হুসনা' ও পরিপূর্ণ সিফাত দ্বারা। আল্লাহর নাম ৯৯ এর অধিক। কোরআন আল্লাহর বাণী। মানবজাতির জন্য চুড়ান্ত পথ নির্দেশনা। আল্লাহর নামগুলোর ফজিলত অপরিসীম। আল্লাহ” শব্দটি উচ্চারণ করলেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। আল্লাহ তা’আলা আমাদেরকে এ সকল নামের মাধ্যমে তাঁর নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। ইমানের স্তম্ভসমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলির উপর ইমান আনা।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk
https://www.youtube.com/watch?v=OGi050sOjXU
ইসলামে আল্লাহর সংজ্ঞা
আল্লাহর পরিচয় রয়েছে সূরা ইখলাসে
সূরা ইখলাস হল তাওহিদের একটি সংক্ষিপ্ত ঘোষণা, আল্লাহর নিরঙ্কুশ একত্ব আল-ইখলাস মানে "বিশুদ্ধতা" বা "পরিশোধন করা"। সূরা আল ইখলাস (বিশুদ্ধতা নামেও পরিচিত। আন্তরিকতা বা তাওহীদের সূরা। এটা ইসলামের সারাংশ যোগ করে। সূরা ইখলাসের প্রধান শিক্ষা তাওহিদের ঘোষণা এবং ব্যক্তিগতভাবে আল্লাহ সম্পর্কে ব্যাখ্যা করে। ইখলাস মানে ঈমানের পবিত্রতা। এখানে আল্লাহর প্রকৃতি উল্লেখ করে ঈমানের বিশুদ্ধতা বর্ণনা করা হয়েছে। আল্লাহর প্রকৃতি মানুষের মতো নয় যাদের পিতা-মাতা বা সন্তান রয়েছে। একমাত্র আল্লাহর পরিচয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই আলোকিত চারটি বাক্য। অন্য কোনও উপাস্যের ক্ষেত্রে এই চারটি বাক্য প্রযোজ্য হতে পারে না।  আল্লাহ (আরবী) শব্দের অর্থ হলো যিনি সৃষ্ট হননি। এবং যার সন্তান সন্ততি নেই। কেননা, যে সৃষ্ট হয়েছে সে এক সময় মৃত্যুবরণ করবে এবং অন্যেরা তার উত্তরাধিকারী হবে। আর আল্লাহ তা'আলা মৃত্যুবরণও করবেন না এবং তাঁর কোন উত্তরাধিকারীও হবে না। তিনি কারো সন্তান নন এ���ং তাঁর সমতুল্য কেউই নেই।
https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk
https://www.youtube.com/watch?v=1THbFCU1tJk&t=35s
https://www.youtube.com/watch?v=lbQInfjZTSY
https://www.youtube.com/watch?v=9Liy7nARmoU&t=15s
 https://www.youtube.com/watch?v=1LPYeuWeXVk
0 notes
khulnabazar · 2 years
Text
সরকার মাদ্রাসা শিক্ষার জন্য খুবই আন্তরিক: নওফেল
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা-উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এ সরকার মাদ্রাসা শিক্ষার জন্য খুব বেশী আন্তরিক। সবাইকে সাথে বাংলাদেশ এগিয়ে যাবে। দু`চার লাইন ইংরেজী জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। আরবী, ধর্ম শিখলে হবে না, সঠিক ব্যাখা ভাষা জানতে হবে। তিনি বলেন, সরকার শুধুমাত্র দ্বীনি শিক্ষার জন্য বছরে তিন হাজার ৮৪০ কোটি…
Tumblr media
View On WordPress
0 notes
the-monsur-blog · 1 year
Text
আপনি যদি মাল সম্পদ হিফাজত করতে চান?
দোয়া মোবারক লাভ করতে চান?
ব্যবসা বাঁচাতে চান?
পারিবারিক সুখ শান্তি চান?
শারিরিক সুখ শান্তি চান?
অভাব অনটন থেকে বাঁচতে চান?
দু:খ কষ্ট থেকে বাঁচতে চান?
ছেলে-মেয়ে,স্ত্রীর আনুগত্যত্য আশা করেন।
++++++ চাওয়া গুলি যদি সত্যিই হয়। তাহলে আজই আপনার পুরো যাকাতই মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং এ পৌঁছাই দিন।01718740742 নগদ/বিকাশ পারসোনাল।
কেন এখানে দিতে হবে?
১,”-----নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটি গ্রহণ করার নির্দেশ মুবারক দিলেন এবং উনার সম্পদ বরকতের জন্য দুআ মুবারক করলেন। (সহীহ সুনানে আবু দাউদ শরীফ, প্রথম খণ্ড)
২,হযরত আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদা আমার পিতা উনার নিকট পবিত্র যাকাত নিয়ে আসলেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আয় মহান আল্লাহ পাক! আপনি দয়া করুন হযরত আবু আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরিবার উনাদের প্রতি।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
৩,خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ
অর্থ: “(ইয়া রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি তাদের মাল-সম্পদ থেকে গ্রহণ করুন, আপনি তাদেরকে পবিত্র করুন ও পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য দু’আ করুন। কেননা আপনার দু’আ মুবারক তাদের জন্যে প্রশান্তি ও কামিয়াবীর কারণ হবে। মহান আল্লাহ পাক তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন।”
অতএব সত্যই যদি আপনি চান,পবিত্র যাকাত দিয়ে
(১) ত্বহারাত বা পবিত্রতা অর্জন হোক
(২) তাযকিয়া বা পরিশুদ্ধি হাছিল হোক
(৩) সর্বশ্রেষ্ঠ দোয়া মুবারক পাওয়া হোক ও
(৪) প্রশান্তি লাভ হোক-দুনিয়া ও আখিরাতে কামিয়াব অর্জন হোক
মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালিত হয়।তিনি:-
খালিছ “আল্লাহওয়ালা” হওয়ার উদ্দেশ্যে একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক করেছেন।
ফরয পরিমাণ ইলম অর্জন ও আন্তর্জাতিক সিলেবাসের মাধ্যমে ৫টি ভাষা (আরবী, বাংলা, উর্দূ, ফারসী, ইংরেজী) শিক্ষাদানের ব্যবস্থা আছে। উন্নতমানের সুষম খাদ্যের (balanced diet) ব্যবস্থা আছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, লংমার্চ, ইসলাম হেফাযতের নামে পবিত্র কুরআন শরীফ পোড়ানো, জান-মালের ক্ষতিসাধন, কুশপুত্তলিকা দাহ, অবাঞ্ছিত সংগঠন বা দলাদলি ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজ থেকে পরিপূর্ণ মুক্ত। প্রত্যেক শিক্ষকের জন্যে ছাত্রদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করা শর্ত। শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত, মারামারি নিষিদ্ধ- একারণেই তাদের চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান, মেধা ও মগজের মধ্যেই প্রচলিত অনৈসলামিক দুষ্ট ব্যাধি ও সন্ত্রাসবাদ নেই।
তাই অবশ্যই আপনার পবিত্র যাকাত আজই মুহম্মদিয়া ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং এ প���ঠাই দিন 01718740742 নগদ/বিকাশ পারসোনাল
0 notes
digitallearningpen · 2 years
Text
লার্নিং পেন 20 টি ডিজিটাল বই বিস্তারিত -01841199535. 😲অবাক হলেও সত্যি কারো কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে সঠিক ভাবে পড়াশোনা করবে আপনার সন্তান ।
ডিজিটাল লার্নিং পেন 20 টি ডিজিটাল বই বিস্তারিত -01841199535. 😲অবাক হলেও সত্যি কারো কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে সঠিক ভাবে পড়াশোনা করবে আপনার সন্তান । 📗শিশুকে পড়াশোনার জন্য ডিজিটাল কলম ও বই কিনে দিন। আপনার সন্তান আনন্দের মাধ্যমে পড়াশোনা করবে কারো সহযোগিতা ছাড়া। ✈️ডিজিটাল লার্নিং পেন আমরা সারা বাংলাদেশে ও বিদেশে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকি- আমাদের অফিস : হাজী ক্যাম্প,এয়ারপোর্ট- ঢাকা. ➡আপনার শিশু কি পড়াশোনায় অমনোযোগী?? ➡আপনি কি আপনার শিশুকে পড়াশোনায় সময় দিতে পারছেন না? ➡আপনি কি চান আপনার শিশু স্বেচ্ছায় পড়াশোনা করুক? ➡আপনি কি চান আপনার শিশু আনন্দের সাথে পড়াশোনা করুক? তাহলে আজই অর্ডার করুন এই ডিজিটাল “কিডস মাস্টার লার্নিং পেন” এবং বই সমূহ যা আপনার শিশুকে পড়াবে ডিজিটাল শিক্ষকের মত। যার ফলে আপনার গৃহ শিক্ষকের প্রয়োজন হবে না। বইগুলোকে আমরা এক একটি প্যাকেজ আকারে সাজিয়েছি। যার ফলে প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা একটি প্যাকেজেই সম্ভব। এই বইগুলো প্লে,নার্সারি ও কেজি স্কুলের শিশুদের জন্য( 2- 10 years)  । . ✡️ একটি প্যাকেজে আপনি যা যা পাচ্ছেন ✓ ১টি রিচার্জেবল কলম ✓ ১ বছরের ওয়ারেন্টি, ✓ 20 টি বই (1টি বাংলা, 16টি ইংলিশ, 1টি অংক, 2টি আরবী, ✓ প্রত্যেকটি বই ওয়াটার প্রুফ। ✓ আরো থাকছে ১টি চার্জার ও একটি বক্স। ➡ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারী দেওয়া হয়। ♦️♦️ শুভেচ্ছা মূল্য মাত্র:4000/- (১ বছরের ওয়ারেন্টি!) ♦️♦️     আজকের অফার মূল্য মাত্র -3500 টাকা ➡ আপনার প্রিয় সন্তানের জন্য প্যাকেজ গুলো সংগ্রহে করতে কল করুন:- ☎ 018411 99535[CALL,IMO,WHATSAPP] ☎ 01690 284869[CALL,IMO,WHATSAPP] ✉ অথবা আমাদেরকে মোবাইলে না পেলে যে পন্য গ্রহন করবে তার নাম,মোবাইল নাম্বার,ঠিকানা ফেসবুক পেজে অথবা মোবাইলে  মেসেজ করুন। m.me/kidslearningpenbd m.me/Digitallearningpenbangladesh ➡পণ্য পৌঁছানোর মাধ্যম: #ঢাকার_ভিতরেঃ- ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি চার্জ- 100টাকা একসাথে ২ টি প্যাকেজ নিলে হোম ডেলিভারী ফ্রি। ইমার্জেন্সি হোম ডেলিভারী ২০০ টাকা মাত্র ২ ঘন্টায় হোম ডেলিভারী। #ঢাকার_বাহিরেঃ- ঢাকার বাহিরে ৬৪ জেলা বা উপজেলায় হোম ডেলিভেরি সময় ১-৩ দিন। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে হবে।ঢাকার বাহিরে হলে ডেলিভারী চার্জ ১৫০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। Biksah-0184-1199535, Nagad-0184-1199535, Cellfin-01841199535 Rocket-0184-11995358 Islami Bank limited:Ac-20507770265521716 👉টাকা পাঠানোর পর কল করুন বা trxid নম্বরটি sms করুন। বি- দ্রঃ কলমটির ওয়ারেন্টি কার্ডটি অবশৈই যত্ন করে রাখুন। ১ বছরের মধ্যে কলম নষ্ট হলে আমরা ফ্রি সার্ভেসিং করে দিবো। ১বছর পর বা ২ বছর বা ৫ বছর পর নষ্ট হলে আমরা সার্ভেসিং করে দিবো সেক্ষেত্রে সার্ভেসিং চার্জ দিতে হবে।  
0 notes