Tumgik
#আত্মার আলো
attaralobd · 3 days
Text
সূরা ফাতিহা | Surah Fatiha
0 notes
nzlearning · 2 months
Text
Tumblr media
0 notes
golamkibria02 · 6 months
Text
Tumblr media
১. “যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে।”
২. “জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে। উড়বার ক্ষমতা তোমার আছে তারপরেও খোঁড়া হয়ে আছো কেন!”
৩. “যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।”
৪. “মোমবাতি হওয়া সহজ কোন কাজ নয়। আলো দেয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়।”
৫. “যে মুহূর্তে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উম্মুক্ত হয়ে যাবে।”
৬. “এই হচ্ছে পথ- এবং তোমার একার। অন্যেরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে। কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না।
৭. “সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করবো, কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে, যেন কোন মানুষের হৃদয়ে আঘাত না করো।”
৮. “তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না। ”
৯. “যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে, ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না।”
১০. “দুঃখ কষ্ট- উপহার স্বরুপ; এতে লুকায়িত আছে করুণা।”
১১. “মানব কায়া অচিন্ত্য আত্মার যন্ত্রস্বরুপ।”
১২. “এমন একটি আওয়াজ আছে, যা শব্দহীন। শুনে দেখো।”
১৩. “তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিস্কৃতি লাভ করো! এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার চাঁদের মতই উজ্জ্বল!”
১৪. পিছু ফিরে তাকিয়ো না, আগামীকে ভয় পেওনা;
যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো, তবে তুমি এই মুহুর্ত যাপনে ব্যর্থ হবে।”
১৫. “হে আত্মা! কখনো আশাহত হয়ো না! কেননা অলৌকিকতা অদৃশ্যে বসবাস করে!”
১৬. “তুমি কি এখনও এ ব্যাপারে অবগত নও? এতো তোমারই আলো,যা দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড প্রজ্জ্বলিত হয়।”
১৭. “প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে। তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে!”
১৮. “ওহে প্রেমিক! তুমি যদি চাও যে, মাওলার সঙ্গে বসিবে, তবে তুমি যে-কোনো এক আল্লাহর ওলির সম্মুখে বসিয়া যাও। যতক্ষণ আল্লাহর ওলির কাছে থাকিবে, ততক্ষণ ইয়াকিন করিবে যে, তুমি আল্লার সঙ্গেই বসে আছো।”
১৯. “নিরবতা হলো মহাসাগর। কথা হলো নদী। যখন মহাসাগর তোমাকে খুঁজছে তখন নদীর মাঝে হেটোঁনা, মহাসাগরের ডাকে সাড়া দাও।”
২০. “যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য্য ধরবে। ধৈর্য্যের চাবি সুখের দরজা খুলে দেয়।”
-সূত্রঃ মসনবী।
-রচয়িতাঃ মাওলানা রুমি (রহঃ)
0 notes
kobitautsov-blog · 6 months
Text
বিকাশ চন্দ
এক অক্ষয় পৃথিবীর আলো পৃথিবী জড়িয়ে কেন অমোঘ রক্তাম্বরে এ কেমন মৃত্যুর রাতদিন বেহিসেবী খোলা লাশ ঘর কী দর্শনে কে জানে কেমন সে জ��্মদিন কি জাত গোত্রে কেবলই নিমিত্ত মাত্র আমাদের বেঁচে থাকা শুধু দৃশ্যত শেকড়ে বাকড়ে আমরাও গাছের বংশধর সকল সংশয়ে শব্দের ভেতর বাজে অক্ষরের গান জীবনের সুরে দোলে নিয়তি একান্তে অবশেষে আমরা নিজেরাই চিনে ফেলি আত্মীয় আত্মার আলোয় পরস্পর চিনে গেছি জন্মকালীন মাটি ছোঁয়া টান এখনো বাঁচি…
Tumblr media
View On WordPress
0 notes
alibaba1xk · 1 year
Text
তুলতুলে নরম ইয়া বড় রসগোল্লা, ৩ টাকার বিক্রি হচ্ছে এই শহরেই, আজই কিনে আনুন
বসিরহাটঃ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে রসগোল্লা মাত্র ৩ টাকায়। দিন দিন বাড়ছে বাজারের সব জিনিসের দাম। সব জিনিসের দামই একেবারে আকাশছোঁয়া। অতিথি আপ্যায়ানে, উৎসবে, আড্ডায়, শুভ কাজে, সুখবর উদযাপনে মিষ্টি তো দরকার হয়ই। কিন্তু এ ক্ষেত্রে বাঙালির জীবন ও পাতে আলো করে থাকে রসগোল্লা। কারণ এই মিষ্টি এমনই যে রসগোল্লার নাম শুনলেও জিভে জল আসে বেশিরভাগ বাঙালির। রসগোল্লার সঙ্গে বাঙালির আত্মার যোগ। তবে মূল্যবৃদ্ধির…
Tumblr media
View On WordPress
0 notes
skbssbmistv97 · 4 years
Photo
Tumblr media
রহস্যময়ী পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে সৃষ্ট এই বিশ্বজগত আদি-অন্ত-হীন বিজ্ঞানের ভাষায় ক্রমাগত বর্ধিতমান, উপভোগ্য লাবন্যময়ী সৌন্দর্যময়ী কখনও বা নিষ্ঠুর ভয়ংকরী বৈচিত্রময়ী. এই বিশ্বজগতের অপর নাম তাই রহস্যময়ী. সেই রহস্যের উন্মোচন করতে গিয়ে প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক নিবিড়তর হয়ে উঠেছে. বেদ বেদান্ত উপনিষদের চর্চায় ধ্যান-মগ্ন অবস্থায় পরম-আত্মার স্বরুপকে উপলব্ধি করার চেষ্টা করেছি. আমি আপ্লুত, মুগ্ধ হয়েছি. বুঝতে পেরেছি সুখ দুঃখ প্রেম ভালোবাসা কামনা বাসনা লোভ হিংসা ক্রোধ ঘৃণা বিচিত্র সব অনুভূতি-রহস্যময়ী. বিজ্ঞানের এতদিন ব্যাখ্যা দিয়েছে যত আলো রহস্যময় অন্ধকারও অনুরূপ রহস্যময়ী. ম্যাটার ডার্কম্যাটার অ্যান্টিম্যাটার এনার্জি ডার্কএনার্জি পজেটিভ নেগেটিভ ডাইমেনশন টাইম কোয়ান্টাম মেকানিক্স মহাকর্ষ তরঙ্গ. রহস্য বেড়েই চলেছে ক্রমাগত. প্রকৃতির ভাষা গণিতের ব্যাখ্যা সহজ বোধগম্য নয়. রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটি সংখ্যায়. প্রকৃতির নিয়ম বড়ই বৈচিত্রময়. এখানে ক্ষুধা নিবারণের জন্য অন্য জীবকে হত্যা করতে হয়. শক্তি স্থানান্তরিত হয় এই নিষ্ঠুর প্রক্রিয়ায়. মৃত্যু চাই না এই সুন্দর ভূবনে এই কথাটা যেমন সত্যি, বেঁচে থাকবার জন্য এক জীব অন্য জীবকে হত্যা করতে বাধ্য হয়, শক্তির স্থানান্তরণ তেমন সত্যি. Mysterious By the union of consciousness and nature Is created this universe Without beginning and end In science parlance ever increasing, Enjoyable, graceful, beautiful, Or sometimes cruel, dangerous Varied. So the other name of this universe is mysterious. In order to reveal that mystery My relationship with nature has become closer. In the study of Veda, vedanta, upanishad In a state of meditation I have tried to experience The true form of supreme spirit. I have understood that happiness and sorrow Love, affection, lust, desire, greed, jealousy, anger, hatred All different feelings — mysterious. Science has explained all these days Light is mysterious Darkness is too mysterious likewise. Matter, dark matter, anti matter Energy, dark energy, positive, negative, Dimension, time, Quantum mechanics, gravity waves. Mysteries are growing continuously. Language of nature, explanation of arithmetic not easily comprehensible. Mystery is hidden in every number. The rule of nature is very varied Here to satisfy hunger Other creatures have to be killed. Power is transferred https://www.instagram.com/p/CCOuEu7HQR9/?igshid=y3i7mgl2b1dj
1 note · View note
dainikkalyan · 2 years
Text
জাতীয় গণহত্যা দিবস আলো নিভিয়ে হত্যাযজ্ঞের বিভীষিকা স্মরণ যশোরবাসীর
জাতীয় গণহত্যা দিবস : আলো নিভিয়ে হত্যাযজ্ঞের বিভীষিকা স্মরণ যশোরবাসীর
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় যশোরেও আলো নিভিয়ে অর্ধশতক বছর আগে বাঙালি জাতির ওপর পাকিস্তানি বাহিনীর নিধনযজ্ঞের বিভীষিকার স্মৃতি স্মরণ করা হলো। শুক্রবার রাত ৯টা বাজতেই এক মিনিটের জন্য নামল অন্ধকার; একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিটের এই ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি ছিল। একই সাথে আলোক মিছিল নিয়ে বন্ধভূমিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।…
Tumblr media
View On WordPress
0 notes
swarupgoswamis-blog · 2 years
Text
মনকে স্থির করতে পারা, নিজেকে রোজকার জীবনপ্রবাহের মধ্যে ব্রহ্ম ভাবতে শেখা --- আত্মার গহীন উপলব্ধি আনা এবং নিষ্কাম কর্ম করা --- এই তিনটি কাজই বেশ কঠিন। অথচ যোগশাস্ত্র, জ্ঞানশাস্ত্র, ভক্তিশাস্ত্র এই তিনটি কাজ আমাদেরকে করতে বলেছেন। শাস্ত্রে বর্ণিত এই তিনটি কাজ করবার জন্য আমরা যদি ব্রতী হই এর কোনওটিই করে উঠতে পারব না। তিনটি কাজের একটিতেও পুরোপুরি সফল হওয়া কোনওভাবে সম্ভব নয়। কিন্তু এই তিনটি কাজই করতে বলেছেন আমাদের শাস্ত্রকারেরা, ঋষিরা, আচার্যরা। এগুলো শুনে, লক্ষ্য রেখে, মান্যতা দিয়ে এগোতে গিয়ে শেষ এর কোনওটিই করতে না পেরে আমরা হাল ছেড়ে দিয়েছি। বুঝতে শিখিনি এর কোনওটিই করা যায় না।
সকলকার মতন এমন অবস্থা আমারও হয়েছিল। ঠিক তখনই অভিভাবক এলেন। তিনি এসে বললেন, 'মনটাকে স্থির করতে গিয়ে তুমি আসলে তাকে আরও বেশি চঞ্চল করে তুলছ। জেনে রেখো মনকে স্থির করা বড় সোজা নয়। যোগিরা পর্যন্ত ব্যর্থ হন এ কাজে। শাস্ত্র পড়ে, সাধুসঙ্গ করে মনে তোমার একটু - আধটু তন্ময়তা আসবে ঠিকই তারপর দেখবে ওখান থেকে যেই স্বাভাবিক কর্মদশাতে চলে আসছ তখন আগের মতোই চঞ্চল হয়ে উঠছে তোমার মন। অথচ অশান্ত, অসমাহিত হলে যে আবার কোনওমতেই চলবে না,
নাশান্তঃ নাসমাহিতঃ
মন অশান্ত, অসমাহিত হলে সেখানে জ্ঞান ফুটবে না। মনের ভেতর জ্ঞান ফোটাতে হবে। বই পড়ে যেটুকু যা বুঝেছ সেটুকু ব্যবহারিক জ্ঞান। ওই জ্ঞান নিয়ে ব্রহ্মকে বুঝতে পারবে না। মনকে শান্ত ও সমাহিত করতে শিখলেই ব্রহ্মবোধ জ্ঞানরূপে ফুটতে থাকবে তোমার ভেতরে। কিন্তু মন শান্ত ও সমাহিত দুটোর একটাও নয়। তাহলে সেখানে জ্ঞান ফুটবে কী করে? জ্ঞান ফুটে উঠলে জ্ঞানের আগুন সমস্ত কর্মকে পুড়িয়ে ফেলবে,
জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা।
মনই স্থির হল না এখনও সেখানে আবার জ্ঞান ফুটবে, ব্রহ্মবোধের আলো পড়বে এটা তুমি বিশ্বাস করবে বলো, কীভাবে?'
আমি দেখলাম প্রাজ্ঞ মানুষটি আমাকে ঠিক কথাটিই বলছেন। এতদিন কেউ বলেননি মূল সত্যটি। সকলের কাছে গেছি। সকলেই বলছেন মন স্থির করো, তোমার ভেতর ব্রহ্ম রয়েছেন। আত্মার ভেতর ব্রহ্ম ফুটবেন ওই জ্ঞান ফোটার মতন। তুমি শরীর নও, আত্মা। নিষ্কাম কাজ করতে হবে তোমাকে। কর্ম থেকে ফলের আশাটাশা কোরো না। এই তিনটি কাজ করো বাকিটা তোমার হয়ে যাবে। এমন কথা সকল সাধুজনেরাই বলেন। কিন্তু কেউ এগুলো অতিক্রম করার পদ্ধতি শিখিয়ে দেন না।
আমার অভিভাবক বললেন, 'দ্যাখো বাবা, মন স্থির করতে হবে এই ভাবনা তোমাকে আরও অস্থির করে তুলবে। মন একটা তরঙ্গ। সব সময়ই ওর মধ্যে কোনও না কোনও ঢেউ উঠছে। সেই ঢেউয়ের ঠোকাঠুকির ভেতর তোমাকে সামলে চলতে হবে। সামলানোটা শেখো আগে। মন তোমার কোন কোন জিনিস পেয়ে অস্থির হচ্ছে সেই সেই জিনিস কিংবা তা যদি স্থান, কাল, পাত্র হয় সেই জায়গা, সময় ও সঙ্গ তুমি একটু একটু করে ছাড়তে শেখো তাহলে দেখবে তোমার মনই নেই তখন আর। ওটা প্রাণ হয়ে উঠেছে।
প্রাণ আছে প্রতি পলে। শ্বাসে শ্বাসে প্রাণ। শ্বাসে শ্বাসে তুমি। যাকে তুমি খুঁজছ। ব্রহ্ম বলছেন যাকে সাধুরা, আত্মা হিসেবে চিহ্নিত করছেন যাকে। যা খোঁজার কথা যেখানেই সাধুসঙ্গে যাচ্ছ তাঁরা সব তোমাকে বলছেন। প্রাণই সে। প্রাণেই তুমি ব্রহ্ম ও আত্মা বুঝলে,
নাহং নাহং, ত্বমেব
যখন আমিটাই চলে গেল, আমি হয়ে গেল তুমি তখন নিজের কাজই থাকল না। সবই তুমি নামক প্রাণসত্তার কাজ। মন নেই, আমি নেই --- আছে প্রতি পলে পলে, প্রতি শ্বাসে শ্বাসে এ তুমি কেমন তুমি, সে বোধ।
বোধ যখন এল। জ্ঞান ফুটল তোমার। জ্ঞান এল একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে, দ্যাখো। একটা অভ্যাসের ভেতর দিয়ে এল জ্ঞান। অভ্যাসই কর্মকে একটু হলেও জাগতিক কাজ থেকে নিষ্কৃতি দিল। এই কাজটি তোমার এখন বাসনাবিহীন প্রাণের কর্ম হয়ে গেল যে। দ্যাখো। লক্ষ্য করো তুমি। খেয়াল করো একবার।'
কাজের মাঝে বিরাগ। কামনা ছাড়া সুন্দরকে আয়ত্তে আনার ধ্যান - কুশলতা এভাবেই আমি যে পেয়ে গেলাম!
-- সোমব্রত সরকার
Somabrata Sarkar
0 notes
dilyshabdonagor · 2 years
Text
আধো রাতে -মোঃ ফরহাদুল ইসলাম ( জুয়েল )
আধো রাতে -মোঃ ফরহাদুল ইসলাম ( জুয়েল )
  পৃথিবী ঘুমন্ত, নিঃশব্দ , নীরবতা চারপাশ এমনি রাতে তারা ভরা আকাশ , জোস্নার আলো শান বাঁধানো ঘাটে , আলো আঁধারের খেলা হতো । ঘাটের পাড়ে কদম, বকুল , হাসনাহেনার গাছ হলুদ গাঁদা ফুটে আছে সারি সারি , পুকুরে ফুটে আছে লাল পদ্ধ , আলো পড়তো সেথা , বাতাসের শনশন শব্দে বুকে কাপন তুলতো । শিউরে উঠতো রক্তে মাংসে গড়া শরীর এমনি শত রাত তোমার আমার দেখা হতো হতো দুটি আত্মার আলিঙ্গন। মাঝে মাঝে আকাশের চাঁদ ডুব দিতো…
Tumblr media
View On WordPress
0 notes
dailyshabdonagor · 2 years
Text
আধো রাতে -মোঃ ফরহাদুল ইসলাম ( জুয়েল )
আধো রাতে -মোঃ ফরহাদুল ইসলাম ( জুয়েল )
  পৃথিবী ঘুমন্ত, নিঃশব্দ , নীরবতা চারপাশ এমনি রাতে তারা ভরা আকাশ , জোস্নার আলো শান বাঁধানো ঘাটে , আলো আঁধারের খেলা হতো । ঘাটের পাড়ে কদম, বকুল , হাসনাহেনার গাছ হলুদ গাঁদা ফুটে আছে সারি সারি , পুকুরে ফুটে আছে লাল পদ্ধ , আলো পড়তো সেথা , বাতাসের শনশন শব্দে বুকে কাপন তুলতো । শিউরে উঠতো রক্তে মাংসে গড়া শরীর এমনি শত রাত তোমার আমার দেখা হতো হতো দুটি আত্মার আলিঙ্গন। মাঝে মাঝে আকাশের চাঁদ ডুব দিতো…
Tumblr media
View On WordPress
0 notes
paathok · 3 years
Photo
Tumblr media
New Post has been published on https://paathok.news/137487
সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে না: ডা. শাহাদাত
.
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে না। সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতি ও দলীয়করণ করেছে।।সরকারের এই দুর্নীতি-দুঃশাসনের কারণে সাধারণ জনগণের দুর্দশার সীমা নেই। লকডাউন এর কারণে আজ সবকিছু বন্ধ থাকায় কর্মজীবী সাধারণ খেটে খাওয়া মানুষগুলো সীমাহীন দুরবস্থার মধ্যে জীবনযাপন করছে।
তিনি আজ ৮ আগস্ট রবিবার বাদে আছর নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া নয়া মসজিদ এলাকায় হতদরিদ্র, অসহায় মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ প্রধান অতিথির বক্তব্যে কালে এ কথা বলেন।
ডা.শাহাদাত বলেন,করোনা মহামারীতে সরকারের অপরিকল্পিত কর্মসূচির কারণে প্রান্তিক মানুষগুলোর আজকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।দুর্নীতি-দুঃশাসন ও প্রশাসনের উদাসীনতা কারণে মজুদকারীরা জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বাড়ছে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সমাজের হতদরিদ্র, শ্রমিক, দিনমজুর মানুষ আজ খুব অসহায়। তাই সমাজের ধনী ও বিত্তবানদের এই হতদরিদ্র মানুষে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
.
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমাদের সকলকে সচেতনার সাথে চলাফেরা করতে হবে। এছাড়াও পরিবার-পরিজনকে করোনা ঝুঁকি থেকে এড়াতে ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে কেউ কথা বলতে পারে না, কেউ লিখতে পারে না। এরা এখন সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ হাহাকার করছে। বাজার মনিটরিংয়ে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ হাসেম রাজু, ইসাক চৌধুরী আলিম,সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু, এমআই চৌধুরী মামুন, নাজমুল হক নাজু,ইয়াকুব খান বাবু, মঞ্জুরুল আলম, তানভীর হায়দার, যুবদল নেতা আসাদুর রহমান টিপু , মোহাম্মদ জসিম, শ্রমিকদল নেতা উদ্দিন আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ ইউনূস, যুবদল নেতা জাকির হোসেন, ইয়াকুব খান, ওমর ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সিরাজ, মোঃ সোবাহান, মোহাম্মদ নাসির, আলাউদ্দিন আলো, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ দুলাল, মোঃ শামীম আহমেদ, গাজী শওকত, মোহাম্মদ আইয়ুব খান, মোঃ জনি, মোঃ রশিদ, মোহাম্মদ রাশেদ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে বাদে আছর দক্ষিণ বাকলিয়াস্থ নয়া মসজিদে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা.শাহাদাত হোসেনের মাতা শায়েস্তা বেগম এর রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বাকলিয়া থানার সাধারণ সম্পাদক মরহুম আতাউর রহমান শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ নেতৃবৃন্দ।
0 notes
attaralobd · 3 days
Text
আব্বু তুমি আমার নয়ন মনি #abbugojol #attaralo #eliashossaingojol #abbutomiamrnoyonmoni #gojol #abbusong #babagojol
0 notes
nzlearning · 2 months
Text
Tumblr media
0 notes
Photo
Tumblr media
#poetryofdrneyamatbhuiyan নেয়ামত ভূঁইয়া’র কবিতা •অধিকার বুঝে নাও কর্তব্যের সম-অনুপাত• একটু একটু করে জীবনের ভাষা বুঝে নাও, একটু একটু করে আশার সীমানা খুঁজে নাও। এক পা দু পা করে পা বাড়াও অন্তহীন দুর্গম পথে সোয়ারি হবে না তুমি রাবণের পুষ্পক রথে। তোমার যাত্রা হবে উদোম পা-দলে; ঝড় বৃষ্টি খরা শৈত্যে দাবানলে। একটু একটু করে মানুষকে ভালোবাসা দাও, অন্যের উচ্চ কারনে নিজের তুচ্ছ স্বার্থ বিকাও। বিন্দু বিন্দু করে প্রেম দিয়ে পূর্ণ করো জীবনের ঘড়া, বিশ্বাস পলকা হলে প্রেম থাকে প্রেমীর অধরা। প্রাণের ভিত্তি যখন নির্মল শ্বাস;প্রেমের ভিত্তি তখন আস্থা-বিশ্বাস,প্রাণময় প্রেম জীবনের নির্যাস।প্রাণহীন দেহ কাদা-পুত্তুলি লাশ,প্রেমহীনতায় জীবনের অর্থ বিনাশ।প্রেমহীন আয়ূ বায়ূর বেলুন; যেখানে দমের নেই ঠিক ঠিকানা, প্রেমের জন্যে দম লাগে, ত্যাগের বস্তিতে প্রেমের বাস্তু-আস্তানা। রত্তি রত্তি করে সঞ্চয় করো ঘামঝরা অর্থ-বিত্ত, বিত্তের বেসাতি ছেড়ে সে বিত্ত করে যেনো আত্মার আতিথ্য। পৃথিবীর মানচিত্র থেকে একে একে মুছে ফেলে মাটির কণায় কণায় আঁকা বিভেদের সীমান্ত রেখা, এঁকে দাও মানবিক সীমা, ভ্রাতৃত্বের অক্ষ-দ্রাঘিমা। উদার জমিন গা এলিয়ে উদোম পড়ে থাক, বুকের পাঁজরের হাড়ে আঁকা হবে গ্লোবের ছোটো-বড়ো আঁক। মিলনের মোহনায় সুখের পেয়ালায় দিয়ে উষ্ণ চুমুক, আনন্দ-অশ্রু ফোঁটায় ফোঁটায় ধুয়ে দিক আলিঙ্গনের বুক। ‘নাচাতে গেলে নাচতে হয়, বাঁচতে হলে বাঁচাতে হয়’; সেই গান গাওয়া ময়নাটার খাঁচা খুলে দাও, তোমার মনের খাঁচার সোনার মাচায় সেই গানটাকে পাখি করে নাও। কর্মের কুরুক্ষেত্রে এখন তুমি পার্থ-সারথি, কর্মই এখন তোমার অনিবার্য পরিনতি। তোমার পথে আলো জ্বালায় পরম অভিজ্ঞ অতীত, এখন তুমিই তোমার যোগ্য পথিকৃৎ। এবার একটা একটা করে বুঝে নাও কর্মের আছে যতো খাত, অধিকারও বুঝে নাও; কর্তব্যের সম-অনুপাত। -- #poetryofdrneyamatbhuiyan #ড_নেয়ামতউল্যাভূঁইয়া #Neyamat #poetrybyneyamat #বাংলাকবিতা #নেয়ামতভূঁইয়ারকবিতা #নেয়ামত #কবিতা #poetryofneyamat #neyamat_poetry #bengalipoetry #বাংলাকবিতা #poems #bengalipoetrycommunity #সাহিত্য #poems #englishliterature #গীত #bengalikobita #গীতিকবিতা #lyrics #englishpoetry #englishpoems #lyricist #lyricalpoems #twitterpoets #lovepoems #twitterwriters #poetry_community #writingcommunity #Dr_NeyamatUllahBhuiyan https://www.instagram.com/p/CSHazGAhcri/?utm_medium=tumblr
0 notes
jucelinoluzposts · 3 years
Text
আলোর ভাই / বোনেরা - পবিত্র আত্মার বার্তা!
আলোর ভাই / বোনেরা – পবিত্র আত্মার বার্তা!
আলোর ভাই / বোনেরা – পবিত্র আত্মার বার্তা! এটি আমাদের হৃদয়ে লেখা হয়েছে, আমাদের চোখে বর্ণনা করা হয়েছে এবং আমাদের লক্ষ্যতে মূর্তিযুক্ত সমস্ত কিছুই। আমাদের ভাগ্য ভালবাসা শিখতে, সম্মান করতে শিখতে, বুঝতে এবং ভাগ করে নেওয়া। আমরা ভাইয়েরা এই রাস্তায় যেহেতু উপরের মহাবিশ্বের আলো আমাদের দেখিয়েছিল, তিনি যে বীজ রেখেছিলেন আমরা সেই গাছ যারা রোপণ করতে যাচ্ছি, জমি ধ্বংসকারী আমাদের অনুভূতি ডানকে ভয় করে,…
Tumblr media
View On WordPress
0 notes
jakariajusef · 4 years
Photo
Tumblr media
সিলেট মহানগর এবং সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতিসহ ১৭ শিবির নেতা-কর্মী আটক--------------- মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার, দিরাই উপজেলার, কুলঞ্জ ইউনিয়নের, টংগর গ্রামে স্থাপিত, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়, আশপাশের সাত আটটি গ্রামের প্রায় চারশতর উপরে শিক্ষার্থী। হাওর বেষ্টিত এলাকায় শিক্ষার আলো জ্বালাতে এই বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। বর্ষাকালীন সময়ে বিদ্যালয়ের একটি বৃহৎ অংশ প্লাবিত হয়ে যায়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া প্রতিকূল পরিস্থিতিতে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ন। যদি ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে কিন্তু পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও মাটি ভরাট না হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার কোন সুযোগ থাকে না। প্রতিকূল পরিস্থিতি ও জায়গার অভাবে বর্ষাকালে অনেক শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ে আসতে অনিহা দেখা যায়। সরেজমিনে খুজ নিয়ে দেখা যায়, পা বাড়ালেই গলা পানি আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যায়লয়। বিদ্যালয়ের প্রসঙ্গে অত্র এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গের সাথে যোগাযোগ করলে তারা পরিতাপের সহিত বলেন, এই বিদ্যালয় না হলে আমাদের এলাকার অনেক শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ হতো না। আমরা প্রথমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাসুক মিয়া সাহেবের আত্মার মাগফেরাত কামনা করি।আমরা আনন্দের সহিতে ধন্যবাদ জানাই স্কুল প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার পরিবারকে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা হাওর এলাকার জনগণ শিক্ষার আলো পেয়েছি। এ বিষয়ে তারা আরো বলেন, বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য মাননীয় সরকারের কাছে আমাদের হাওরবাসীর আকুল আবেদন যাতে করে অন্যান্য স্কুলের মত আমাদের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সুবিধা হয়, তাই অতি জরুরী স্কুল মাঠে মাটি ভরাট করা, এ বিষয় মাননীয় সরকার সুদৃষ্টি কামনা করি। আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার সুযোগ্য সন্তান জনাব সুজন মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমরা পর্যাপ্ত মাটি ভরাটের ব্যাপারে বার বার চেষ্টা করে যাচ্ছি এবং এই মুহুর্তে ছাত্রছাত্রীর যাতায়াতের জন্য একটি নৌকা ও আবশ্যক। সরকারীভাবে একটু সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর ও সমাধান হবে অচিরেই।
0 notes