Tumgik
greenrainbow51 · 2 years
Text
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা🧐
Tumblr media
ব্যবসার প্রসারের সবথেকে বড় উদ্দেশ্যই হল সম্ভাব্য ক্রেতাদের (target audience) কাছে নিজের পরিষেবা  (সার্ভিস) বা পণ্যের (প্রোডাক্ট) প্রতি তাদের বিশ্বাস অর্জন করে ব্যবসার প্রসার ঘটানো।🤷‍♂️
যেকোনো ব্যবসার উন্নতির জন্যে এডভার্টাইসমেন্টের পাশাপাশি সফল মার্কেটিং পরিকল্পনাও অত্যন্ত জরুরি।
তাই আজকের এই যুগে, মার্কেটিং এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ছোট-বড় সমস্ত ব্যবসায়ীদের কাছেই।👌
ইন্টারনেট ও স্মার্টফোনের দ্রুত প্রসার মার্কেটিং জগতেও এক বিশাল প্রভাব ফেলেছে।
আর, এই প্রভাব থেকেই তৈরী হয়েছে ডিজিটাল মার্কেটিং (Digital marketing) এর।
আপনারা, নিচে সম্পূর্ণটা ভালো করে পড়ে নেওয়ার পর ইটা অবশই বুঝতে পারবেন যে, ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কেন জরুরি।
১. সহজে এবং তাড়াতাড়ি ব্যবসার প্রচার👍
ডিজিটাল মার্কেটিং এর কৌশল ব্যবহার করে ক্রেতাদের অনলাইন উপস্থিতিকে কাজে লাগিয়ে ব্যবসার খুব তাড়াতাড়ি প্রচার করা যায়। এতে কম সময়ের মধ্যেই আপনার ব্যবসার বিষয়ে অধিক লোকেরা জেনেনিতে পারেন এবং ব্যবসায় উন্নতি হতে বেশি সময় লাগেনা।
২০১৯ সাল অনুযায়ী, প্রায় ৪৩০ কোটি মানুষ ইন্টারনেট  ব্যবহার করেন এবং বছর পেরোনোর পাশাপাশি এই সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে চলেছে।
এইবার, কোনো ব্যবসায়ী যদি এই ইন্টারনেট পরিষেবার (service) সাহায্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার পণ্যের (products) প্রচার শুরু করেন; তখন তিনি একই সাথে অনেক সম্ভাব্য ক্রেতার (consumers) কাছে পৌঁছতে পারেন। এবং সেটাও কেবল একটি ল্যাপটপ বা মোবাইল এর মাধ্যমে।
এই অনলাইন মার্কেটিং আপনাকে ব্যাপকভাবে নতুন ক্রেতাদের কাছে সরাসরি পৌঁছে যেতে সাহায্য করে।
আপনার ব্যবসার অনলাইন উপস্থিতি সম্পর্কে ক্রেতারা যদি নিশ্চিত হন, তবেই তারা আপনার থেকে পরিষেবা কিনতে আগ্রহ দেখাবেন।
সেক্ষেত্রে, বুঝতেই পারছেন যে অনলাইন মাধ্যমে আপনার ব্যবসার প্রসার অত্যন্ত জরুরি।
২. গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি🧡
ডিজিটাল মার্কেটিংকে হাতিয়ার করে আপনি ক্রেতাদের সাথে খুব সহজেই একটা সুসম্পর্ক তৈরী করতে পারেন।
এখানে, একজন মার্কেটিং বিশেষজ্ঞ, ব্যবসায়ীদের সাথে তাদের ক্রেতাদের একটি দারুন যোগাযোগ এর মাধ্যম তৈরী করে দেন।
এর ফলে, আপনি খুব সহজেই আপনার দর্শক বা সম্ভাব্য ক্রেতাদের প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেন।
কিংবা, তাদের সুবিধা-অসুবিধা সম্বন্ধে বিশেষ খেয়াল রাখতে পারেন।
মনে রাখবেন, আপনি কোনো দর্শকের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা কিন্তু অনেক জরুরি, কেননা পরে গিয়ে সেই দর্শক-ই কিন্তু আপনার সম্ভাব্য ক্রেতা হয়ে দাঁড়াতে পারে।
৩. কম খরচে মার্কেটিং সম্ভব🥰
পুরোনো ধরণের মার্কেটিং-এর তুলনায় ডিজিটাল মার্কেটিং-এ খরচ অনেকটাই কম হয়।
অনলাইন দুনিয়ার পরিধি অনেকটা বেশি হওয়ায়, আপনার ব্যবসার প্রচার অনেক ক্ষেত্রেই অনেকটা বেশি হয়।
অর্থাৎ, অনেক কম খরচেই অনলাইন মার্কেটিং আপনাকে অধিক বেশি পরিমাণ ক্রেতা দিয়ে থাকতে সক্ষম।💁‍♀️
1 note · View note
greenrainbow51 · 2 years
Text
Digital Marketing
Tumblr media
ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় ? এর অর্থ কি ? 
 ডিজিটাল মার্কেটিং এমন একটি শক্তি, যার দ্বারা আমরা যেকোনো প্রোডাক্ট বা সার্ভিস ঘরে বসেই কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ লোকেদের কাছে মার্কেটিং বা প্রচার করতে পারি।
এর বাইরেও, যদি আপনি কোনো পণ্য (product), online service বা offline business এর জন্য কাস্টমার খুঁজছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেক অনেক কম খরচে “লক্ষ্যবস্তু কাস্টমার” (targeted customer) পেয়ে যেতে পারবেন।
   ডিজিটাল এবং মার্কেটিং, দুটো শব্দের অর্থ অন্য অন্য।
এক্ষেত্রে, Digital মানে হলো এমন একটি টেকনোলজি যেটা কম্পিউটার বা যেকোনো electronic device এর মাধ্যমে ইলেকট্রনিক (electronic) টেকনোলজি কে বুঝায় যেটা বিশেষ ভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে জড়িত।
এবং, মার্কেটিং মানে হলো, যেকোনো বিসনেস (business), প্রোডাক্ট (product), সার্ভিস বা ব্যক্তিগত উদ্দেশ্য গ্রাহকের কাছে বিভিন্ন উপায় বা মাধ্যমের ব্যবহার করে প্রচার করা।
আগে লোকেরা বা কোম্পানিরা কোনো বিজ্ঞাপন (advertisement) এমন জায়গায় দেখাতো বা প্রচার করতো যেখানে লোকের ভিড় বেশি।এমন জায়গায় বিজ্ঞাপন দেখানো হতো যেখানে লোকেদের নজর বা ধ্যান বেশি পড়ার সুযোগ হতো।যেমন, রেডিও (radio), টিভি (tv) বা রাস্তার পাশে। এমন অনেক বিজ্ঞাপনের নিয়ম তারা ব্যবহার করতেন।
কিন্তু, আজ আপনি সবথেকে বেশি ভিড় বা লোকেদের সংখ্যা পাবেন সোশ্যাল মিডিয়া (social media) এবং ইন্টারনেটে (internet)।তাই, এখনের দিনে যদি কোনো product বা service বিজ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ লোকেদের কাছে অনেক কম সময়ের ভেতরে প্রচার বা marketing করতে হয়,তাহলে আপনার পুরোনো marketing এর নিয়ম ভুলে Digital marketing এর সাথে আগে বাড়তে হবে।
আজ নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক চ্যানেল বা ভাগের ব্যবহার করছেন।এই ভাগ গুলির মধ্যে বিশেষ ভাবে – সার্চ ইঞ্জিন optimization , social media, email, অনলাইন বিজ্ঞাপন (ppc) এবং নিজের একটি website সেরা।
সোজা ভাবে বললে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যমের ব্যবহার করে আপনি নিজের ব্যবসার সাথে জড়িত কাস্টমার বা লক্ষবস্তু গ্রাহকের সাথে সংযোগ (connect) হতে পারবেন সেখান থেকে যেখানে তারা অনলাইন ইন্টারনেটে নিজেদের বেশি সময় খরচ করেন।এর বিভিন্ন মার্কেটিং tools ব্যবহার করে যেমন, email marketing, digital advertising (ppc), social media marketing, search engine বা blog / website আপনি নিজের business brand তৈরি করতে পারবেন।
3 notes · View notes