Tumgik
smdinislam-blog · 7 years
Text
SM DINISLAM FULL DETAILS
10% [][]20% [][][]30% [][][][]40% [][][][][]50% [][][][][][]60% [][][][][][][]70% [][][][][][][][]80% [][][][][][][][][]90% [][][][][][][][][]100% LoAdInG cØmPliTe: . . . Profession:Study. Body: 30" Height: 5 fit 7" Weight: 50 kg. Energy: Mediam. Hair: Black. Favorite Color: Black & White. Favorite Food: আইসক্রিম এবং ভুনা-খিচুরী। Favorite Person: আমার মেজো আপু। Future plan:জানি না এখনো।
* কি চিন্তা করলেন? নিশ্চই আমার সম্পর্কে?
না আমি চিন্তা করার মত কোন ব্যক্তি না । আমি বিদ্যাসাগরের মত পারিনা সাগর পারি দিতে । আমি পারিনা নজরুল কিংবা রবিন্দ্রনাথের মত কবিতা,গান,নাটক,উপন্যাস,ছড়া বা গল্প লিখতে। তাই পারলাম না নিজের সম্পর্কে বেশী কিছু জানাতে । ________________ /____________/___\ |“”[]“”“”“”“”“”“[]”“|”“”[]“”“| |_____[ ]_____|____ |_
এইটা আমার ছোট নীড় । ছোট বলে অবহেলা করবেন না । ছোট হলেও এটা আমার সম্ভল ।
*আমি দেখতে খুব একটা সুন্দর না । কারনঃ আমি ফেয়ার হ্যান্ডসাম মাখি না । *নামঃ প্রোফাইলে দেয়া আছে। *পিতার নামঃ আব্বু । *মাতার নামঃ আম্মু । *গার্লফ্রেন্ডের নামঃ সবার সামনে নাম বইলা কি বাঁশ খামু । *ধর্মঃ ইসলাম । *স্থায়ী ঠিকানাঃ আছে একটা হয়তো,কিন্তু নিজের না । *বর্তমান ঠিকানাঃ Look At *জাতীয়তাঃ বাংলাদেশী। *ভাষাঃ বাংলা ।
,,,,,আসলে কখনও নিজের ব্যপারে বলতে হয়নি। ভাবতে পারিনি যে কখনও এভাবে চরম সত্যের মুখোমুখি হতে হবে। তারপরেও লিখতে বসেছি। দেখি কতদূর যাওয়া যায়!
,,,,,গ্রীষ্মের কোনো এক উত্তপ্ত সকালে জন্ম আমার। সেই থেকে বেচেঁ আছি। এখনও মরিনি।
,,,,অতীত সুখের দিন ছিল,কথাটা যতবার মনে করেছি ছেলেবেলার দূরন্তপনায় মিলিয়ে গেছি ততবার। জমিয়ে মিথ্যা বলে, দোকানিকে দুই টাকা ঠকিয়ে যে মজা পেতাম, তার দেখা এখন আর পাই না।আমের দিনে আম চুরি, কাঠফাটা রোদে পুকুরে নেমে মাছ ধরা,স্কুলের প্রথম ক্লাস শেষে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ফুটবল/ক্রিকেট খেলাকে এখন অনেক Miss করি। আচ্ছা ঐ সময় গুলো কি আর ফিরে আসবে না? আহারে….!!!….
,,,,,দুনিয়ার সবথেকে অলস ছেলে আমি। খুব বেশি insensible, deactive.তবে আমি Last ব্রেঞ্চের সবচেয়ে ভালো ছাত্র। এই সুপার-টুপার গুণটা আমার আছে। ভোগ- বিলাসের প্রতি তেমন বিলাসিতা না থাকলেও আমি স্বপ্ন বিলাসী।
,,,,,আমি একটা আস্ত গাধা। কোনো কিছুই সঠিক সময় বুঝতে পারিনা।
,,,,,ভালোলাগে বৃষ্টিতে ভিজতে, জ্যোস্নার মাতাল রাতে গলা ছেড়ে গান গেয়ে বেড়াতে, সময় অসময়ে বাইরে বেরিয়ে যেতে। আরও অনেক কিছুই আছে ভালোলাগার, এখন ঠিক মনে করতে পারছি না।তবে আমি আমার ভাললাগার কাজগুলো তেমন একটা করি না।কারন, আমি চাই আমার ভাললাগার ব্যপার গুলো ভাল থাকুক, ক্লান্ত যেন না হয়।
,,,,,ওহ! আমার পছন্দের জিনিস গুলোর কথা বলতে ভুলে গেছি। তাহলে শুনুন, আসলে আমার কাছে পছন্দের বলে কিছু নেই! তবে ব্যক্তি হিসেবে আমার কিছু ভাললাগা মন্দলাগা তো আছেই।সেটাই এখন বলছি শুনুন:-
¤¤ছবি:- ১।আমার বন্ধু রাশেদ ২। দারুচিনি দ্বীপ ৩।দিপু নাম্বার টু ৪।কাবি খুশি কাবি ঘাম। ৫।বাবা কেন চাকর। ৬।নবাব সিরাজোদ্দৌল্লাহ্। ৭।(হলিউডের কয়েক টা ছবিই আছে। এখন ঠিক মনে করতে পারছি না)
¤¤নাটক:- ১।নীল পরী নীলাঞ্জনা। ২।শেষের কবিতা। ৩।গল্পটা বন্ধুত্বের। ৪।বখাটে। ৫।(আর মনে করতে পারছি না)
¤¤গায়ক:- ১। তাহসান খান। ২। সুনো-নিগাম। ৩। ইমরান। ৪। অরজিৎ সিং। ৫। রবীন্দ্র ও নজরুল এবং লালন গীতিও অন্যতম।
¤¤লেখক:- ১। রবীন্দ্রনাথ ২। কাজী নজরুল ইসলাম। ৩। হুমায়ূন আহমেদ। ৪। মুহাম্মদ জাফর ইকবাল। ৫। ডেল কার্ণেগী।
¤¤বই:- ১। মিসির আলী সমগ্র। ২। হিমু সমগ্র। ৩। তুমিও জিতবে। ৪। যে কোনো ভালো বই। ৫। Science fiction. ৬। রহস্যময়,গোয়েন্দাগিরী টাইপ বই।
,,,,,তবে হ্যা, বেলা অবেলায় অনেক কথাই তো বললাম, last time একটা serious কথা বলতে চাই__ আমি স্বপ্ন দেখি ঠিক, কিন্তু জীবনে খুব বড় হবো, বিখ্যাত মানুষ হবো এমন স্বপ্ন দেখিনা। তবে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন খুব তীব্রভাবে দেখি, জীবনে যেন একজন ভালো মানুষ হতে পারি। নিদারুন অভাবেও যেন হাসিমুখে বলতে পারি, আমি ভালো আছি। পরম করুনাময় আল্লাহ আমার সেই স্বপ্নটা যেন পূরণ করেন। আমিন।
,,,,,এতক্ষন যে আমার কথা শুনলেন, সেই আমার আমিকেই এখনও আমি চিনতে পারিনি! হ্যা, মেঘে মেঘে তো অনেক বেলা হতে চলল, একটু পরেই হয়ত গোধূলির লাল আভা ছরিয়ে পরবে জীবন আকাশ জুড়ে, অন্ধকারে ছেয়ে যাবে আকাশটা। তবে কি সেই আমি অন্ধকারে ধরা দিবে? চুপি চুপি এসে হাতটা ধরে বলবে, এসো এই অন্ধকারে তোমার জীবনের বাকি পথটা আমি দেখিয়ে দিচ্ছি!!! (উফ… তাহলে তো ভালোই হয়।)
,,,,,এতক্ষন ধৈর্য্য ধরে পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আর না। আরও যদি কিছু বাকি থেকে থাকে, তবে সেটা অন্য একদিন বলব। আজকের জন্য ফি-আমান্নিল্লাহ্।ভালো থাকার চেষ্টা করুন এবং ভালো রাখুন আপনার চারপাশটাকে।
#SUN
0 notes